ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কারাগারে বিএনপি নেতা ইশরাক, রাখা হবে কোয়ারেন্টিনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
কারাগারে বিএনপি নেতা ইশরাক, রাখা হবে কোয়ারেন্টিনে

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে নেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) প্রথমে তাকে আগের নিয়ম অনুযায়ী করোনা প্রতিরোধের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে।

বুধবার (০৬ এপ্রিল) কারাগার থেকে একটি সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপি নেতা ইশরাককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে কোয়ারেন্টিনে রাখা হবে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকদলের লিফলেট বিতরণের সময় বুধবার দুপুরে মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাককে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি ওয়ারেন্টের আসামি। পরে তাকে আদালতের নির্দেশক্রমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।