ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ১০ বছর পর জাপার সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ফেনীতে ১০ বছর পর জাপার সম্মেলন

ফেনী: ফেনীতে দীর্ঘ ১০ বছর পর জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে জেলা কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির নেতৃত্বে জাপার ছয়জন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় প্রায় দুই ডজন নেতা ফেনীতে আসছেন।  

দলীয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার (২৯ মার্চ) ফেনীর কিং কমিউনিটি সেন্টারের এ সম্মেলনকে বর্ণিল করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনে দলের সব স্তরের নেতাকর্মীদের পাশাপাশি রেকর্ড সংখ্যক লোকজনের জমায়েতের ওপরও জোর দেওয়া হয়েছে। সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।  

সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।  

এতে অংশ নেন- জেলা জাপার আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বাবুল, আবু সুফিয়ান, আব্দুল ওয়াদুদ, জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, অ্যাডভোকেট কাজী রবিউল হক, ফেনী সদর জাপার আহ্বায়ক আজিজুল রসুল মিলন, পৌর জাপার আহ্বায়ক আলম বাঁশি, পশুররাম উপজেলা জাপার সভাপতি রফিকুল ইসলাম, ছাগলনাইয়ার কাজী জাহাঙ্গীর, সোনাগাজী জাপার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য জাফর আহমেদ, জেলা যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ, জাপা নেতা ইয়ামিন হাসান ইমন, জেলা মহিলা পার্টির আহ্বায়ক ফারহানা আইরিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নুর নবী খন্দকার, ফেনী জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক জাহিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজ মোর্শেদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র, বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির মহাসচিব ও শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক চুন্নু এমপি।  

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।  

এছাড়া জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সাইদুর রহমান টেপা, লেয়াকত হোসেন খোকা এমপি এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।  

জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ বলেন, দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে যুব সংহতিসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। আশা করি সম্মেলনে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ফেনীতে জাতীয় পার্টির সাংগঠনিক আরও গতিশীল হবে।  

জেলা জাপার আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ জানান, দীর্ঘ ১০ বছর পর এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠনের পাশাপাশি জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সার্বিক নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আশা করি এ সম্মেলনে সব নেতাকর্মীর রেকর্ড সংখ্যক উপস্থিতির মাধ্যমে ফেনীকে জাতীয় পার্টির একটি ঘাঁটিতে পরিণত করার পাশাপাশি সম্মেলনে নেতৃত্বে বিকাশ ঘটবে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।