ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল কর্মসূচিতে আহত দুই বাম নেতা হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
হরতাল কর্মসূচিতে আহত দুই বাম নেতা হাসপাতালে

ঢাকা: রাজধানীর পল্টনে হরতাল কর্মসূচির সময় পুলিশের হাতে আহত হয়েছেন বাম দলের দুই নেতা। তারা হলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া (৪৯) ও ও কামরাঙ্গীরচর থানা কমিটির সদস্য সচিব নিজাম হোসেন (৩৫)।

সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাম সংগঠনটির রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু জানান, তারা শান্তিপূর্ণ ভাবে সেখানে হরতাল কর্মসূচি পালন করছিলেন। তখন পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ডগ্রেনেডসহ ইটপাটকেলও নিক্ষেপ করে। এতে বাচ্চুর থুতনিতে ও নিজামের হাতের কব্জিতে আঘাত লাগে। পরে তাদেরকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের অবস্থা গুরুতর নয়। জরুরি বিভাগে তাদের দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ২৮ মার্চ, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।