ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বাম জোটের নিরুত্তাপ হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
সিলেটে বাম জোটের নিরুত্তাপ হরতাল সিলেটে বামজোটের নিরুত্তাপ হরতাল

সিলেট: নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশের ন্যায় সিলেটেও হরতাল পালিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বাম জোট অর্ধদিবস হরতালের ডাক দিলেও কার্যত উত্তাপহীন ছিল রাজপথ।

হরতালের কোনো প্রভাব পড়েনি জনজীবনে। সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। দোকানপাট, মার্কেট, বিপনী-বিতান, শপিংমল সবই খোলা রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ ইস্যুতে হরতাল দেওয়া হলেও জনতাদের মধ্যে অনেকেরই সেটি অজানা! পথচারীদের মধ্যে বলাবলি করতে শোনা যায়, আজ হরতাল নাকি? কোথায়, যানবাহনতো চলছে? হরতাল চলাকালে সকালে অফিস-আদালতে যেতেও ভোগান্তিতে পড়তে হয়নি চাকুরীজীবীদের। দিনের শুরু থেকে সবকিছুই চলছে সমানতালে।

এদিকে, হরতালের সমর্থনে সিলেট নগরীর কোর্টপয়েন্টে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোট। সেখানে পুলিশি বেষ্টনীতে হাতে গোনা কয়েকজনের উপস্থিততে নেতাকর্মীরা বক্তৃতা দেন।

এ সময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ফলে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কথিত ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। জনগণের স্বার্থে সরকারকে সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

সরকারের ব্যর্থতার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর অভিযোগ বাম নেতাদের।

বাম জোটের সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় ছিল বিপুল সংখ্যক পুলিশ। আর হরতাল আহ্বানকারীদের পাশ দিয়েই চলছিল যানবাহন। হরতালে রাস্তাঘাট খালি থাকার পরিবর্তে দেখা গেছে ভিন্ন চিত্র। নগরের প্রায় প্রতিটি সড়কে যানজট লেগে ছিল।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।