ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে হরতাল সমর্থনে মিছিল, পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
না.গঞ্জে হরতাল সমর্থনে মিছিল, পুলিশের বাধা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

সোমবার (২৮ মার্চ) সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে তারা।

মিছিলটি নগরীর চাষাঢ়ায় আসলে বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে নেতাকর্মীরা তর্কে জড়ালে পুলিশ লাঠিচার্জ করে। পরে নেতাকর্মীরা পুলিশকে শান্ত করে মিছিল নিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরতালকারীরা মিছিল করেছে, তারা যেন কোনো বিশৃঙ্খলা এবং জানমালের ক্ষতি না করে সেজন্য পুলিশ তাদের সতর্ক করেছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।