ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বামদলের মিছিলে বাইক নিয়ে ঢুকে পড়লেন যুবলীগের কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
বামদলের মিছিলে বাইক নিয়ে ঢুকে পড়লেন যুবলীগের কর্মীরা ছবি: জি এম মুজিবুর

ঢাকা: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। বাম দলের হরতালে হামলার অভিযোগ করছে নেতাকর্মীরা।

এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে একটু সামনে হামলার ঘটনা ঘটে।

মিরপুর অঞ্চলের বাম দল নেত্রী শামসুন্নাহার বাংলানিউজকে বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের মিছিলের মধ্য দিয়ে যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় আমাদের নেতা-কর্মী যুবলীগ নেতাকর্মীদের বাধা দিলে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। মিছিল শেষে ফেরার পথেই হামলা করে যুবলীগের নেতাকর্মীরা। এতে আমাদের তিন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একটি ছেলের কাপড় ছিঁড়ে ফেলেছে যুবলীগের নেতাকর্মীরা।

তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপি করলেই কি নেতাকর্মীদের মারমুখী হতে হবে? এটা কাম্য নয়। আমরা জনগণের ন্যায্য দাবি চাই, এজন্যই পথে নেমেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, কি ঘটনা ঘটেছে বলতে পারছি না। আমি ভিন্ন জায়গায় ডিউটিতে ছিলাম। মাত্র ঘটনাস্থলে এসেছি।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।