ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার আ.লীগের আলোচনা সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার আ.লীগের আলোচনা সভা

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী রোববার (২৭ মার্চ) আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় বক্তব্য রাখবেন।

সভায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয় প্রান্তে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এসকে/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।