ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কলমাকান্দায় যুবলীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
কলমাকান্দায় যুবলীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত আহত বিএনপি কর্মী।

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগ ও যুবলীগের একাংশ নেতাকর্মীদের হামলায় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।  

শনিবার (২৬শে মার্চ) সকালে উপজেলা সদরের ধান মহাল সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা বর্তমানে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

উপজেলার লেঙ্গরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমানসহ স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন। এসময় শহরের ধান মহাল এলাকায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়।  

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান হামলার সত্যতা স্বীকার করেন। তবে তিনি জানান শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।