ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত  ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত  ঘোষণা

লক্ষ্মীপুর: মেয়াদোত্তীর্ণ হওয়ায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় হয়।

 

বিলুপ্তির বিজ্ঞপ্তিটি শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।  

এক বছর মেয়াদী কমিটি ঘোষণার চার বছর পর এ কমিটি বিলুপ্ত করা হয়।  

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ২৪ মার্চ ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান। দীর্ঘ চার বছরেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি তারা।  

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের দেওয়া বিজ্ঞপ্তিতে আগামী সাতদিনে মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ছিদ্দিক নাজ, উপ আইন সম্পাদক শাহেদ খান ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান সশরীরে লক্ষ্মীপুর এসে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।