ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির প্রতীকী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
নারায়ণগঞ্জে বিএনপির প্রতীকী অনশন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন করেছে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচী পালিত হয়।

পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হিসেবে অবহিত করে সরকারের পদত্যাগ দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ সভাপতি অ্যাডভোকেট জাকির, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মহিলা দলের সভাপতি আয়েশা আক্তার দিনা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।