ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: নানক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: নানক

জামালপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে এবং বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে।  

বুধবার (২৩ মার্চ) দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেনি। আওয়ামী লীগও মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করিনি। মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাই তাদের নির্বাচন ভালো লাগে না, নির্বাচন কমিশন ভালো লাগে না।  

সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

পরে সাত বছর পর অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে খাবিরুল ইসলাম খান বাবুকে সভাপতি ও নাফিউল করিম রাব্বীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।