ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি দেশকে শোষণ করেছে: কামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
বিএনপি দেশকে শোষণ করেছে: কামাল বক্তব্য রাখছেন এসএম কামাল হোসেন। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বিএনপি ২৮ বছর দেশকে শোষণ করেছে, দেশের অর্থ বিদেশে পাচার করেছে, দেশকে দারিদ্র রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপি দেশকে কিছুই দিতে পারেননি, কিন্ত আওয়ামীলীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে।


 
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে উপস্থিত হয়ে প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এ কথা বলেন।
 
এর আগে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডলের সভাপতিতে ত্রি-বার্ষিক সম্মেলন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
 
এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি সানোয়ার হোসেন, জাহিদুল আলম বেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌরমেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহাসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতারা।

শেষে বর্তমান সভাপতি আবু বকর সিদ্দিককে পুনরায় সভাপতি ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মণ্ডল সাধারণ সম্পাদক ঘোষণা করেন উপস্থিত কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।