ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড় জেলা আ.লীগের সভাপতি রেলমন্ত্রী সুজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
পঞ্চগড় জেলা আ.লীগের সভাপতি রেলমন্ত্রী সুজন

পঞ্চগড়: দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  

এ কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

রোববার (২০ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পঞ্চগড় চিনিকল মাঠে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে সবার সম্মতিতে তাদের নাম ঘোষণা করেন।  

এসময় সহ-সভাপতি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নাম ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয় তাদের।

এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।