ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি দেশের উন্নয়নকে অস্বীকার করে: শেখ হেলাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
বিএনপি দেশের উন্নয়নকে অস্বীকার করে: শেখ হেলাল 

বাগেরহাট: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় কয়েকগুণ বেড়েছে।

পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মাণসহ দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। কিন্তু বিএনপি দেশের সব উন্নয়নকে অস্বীকার করে।  

বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। কিভাবে আসবে তাদের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, সে নির্বাচনে অযোগ্য। তারেক জিয়া বিদেশে পলাতক। তাই তারা নির্বাচনে আসে না। তারা আর কখনও ক্ষমতায় আসতে পারবে না।

সোমবার (১৪ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্কুলের ১০৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হেলাল উদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। দলের মধ্যে কিছু সমস্যা ও ভেদাভেদ রয়েছে। এসব ভেদাভেদ ভুলে সবাইকে আওয়ামী লীগের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সহধর্মিণী ও শেখ তন্ময়ের মাতা রুপা চৌধুরী, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. আসাদুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর আগে চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের একতলা একটি ভবনের ঊর্ধ্বমুখী তিন তলা সম্প্রসারণের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮০ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করছেন।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ