ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আ. লীগ মানুষের হৃদয়ে, মুছে ফেলা অসম্ভব: শাজাহান খান  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আ. লীগ মানুষের হৃদয়ে, মুছে ফেলা অসম্ভব: শাজাহান খান  

গাইবান্ধা: আওয়ামী লীগ মানুষের হৃদয়ে গাঁথা, মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।  

সোমবার (১৪ মার্চ) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বলেন বিএনপি-জাতীয় পার্টি অতীতে যারাই ক্ষমতায় ছিল, তারাই আওয়ামী লীগকে উপড়ে ফেলতে চেষ্টা করেছে। কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ মানুষের হৃদয়ে গাঁথা, মুছে ফেলা সম্ভব নয়।

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ। সম্মেলনে উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেন, আওয়ামী লীগের কোনো ভাই লীগ, আপা লীগ নেই। আওয়ামী লীগ করতে হলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ও উদ্দেশ্য মানতে হবে। তার নির্দেশ অমান্য করে কেউ আওয়ামী লীগে স্থান পাবে না। করোনাকালে বিশ্ব যখন টালমাটাল, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করেছে। বিশ্ব নেতারা এখন শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকেন, তিনি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
 
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ