ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার বিইআরসি’র সামনে গণসংহতির অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
মঙ্গলবার বিইআরসি’র সামনে গণসংহতির অবস্থান

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে গণসংহতি আন্দোলন।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, ফাল্গুনি সরকার, ইমরাদ জুলকারনাইন ইমন, দীপক রায়সহ কেন্দ্রীয় নেতারা।

আগামী ২১–২৪ মার্চ গ্যাসের মূল্য ১১৭ ভাগ বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুনানির নামে প্রহসন বন্ধ করে মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ