ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মুখোশ পরার রাজনীতি চাই না: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
মুখোশ পরার রাজনীতি চাই না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, মুখোশ পরার রাজনীতি চাই না। নীতির প্রশ্নে যারা আপস করে, মানুষ তাদের বেঈমান বলে।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে কর্মিসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে স্বাধীনতার সপক্ষের নেতাকর্মীদের নিয়ে কমিটি সম্পন্ন হবে। আগামী ৩১ তারিখের মধ্যে সিদ্ধিরগঞ্জের ১০ ওয়ার্ডে ফরম দিয়ে বাবার নাম-ঠিকানাসহ জমা দিতে হবে। পরিবারের কেউ রাজনীতি করে কিনা, তাও থাকতে হবে।

শামীম ওসমান বলেন, প্রতিটি ওয়ার্ডে কোনো পক্ষ-বিপক্ষ দেখবেন না, যারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের আনতে হবে। নতুনদেরও সামনে আনতে হবে। সংখ্যায় কম হলে আপত্তি নেই। তবে ধান্ধাবাজ চাই না, এক নম্বর লোক চাই। মাত্র ৫০১ জন দিয়ে শুরু করুন। সবাই কর্মী, কেউ নেতা থাকবে না। ৫০১ জন করে কমিটি যত দ্রুত সম্ভব ৩১ তারিখের মধ্যে সম্পন্ন করুন।

এর আগে বন্দর উপজেলার প্রতিটি ওয়ার্ডেও এরকম কমিটি করার কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, পদ-পদবি দিতে পারব না। শুধু অকৃত্রিম ভালোবাসা দিতে পারব, দোয়া করতে পারব। মুখোশ পরার রাজনীতি চাই না। নীতির প্রশ্নে যারা আপস করে মানুষ তাদের বেঈমান বলে। সামনে আমার কোনো নির্বাচন আছে, নেই। তারপরেও বলছি প্রস্তুতি নেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সহ-সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিল মতিউর রহমান মতি, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিল ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তাজিম বাবু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা কাজী আমির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা মহসিন ভূইয়া, শ্রমিক নেতা মো. আশরাফ উদ্দিন, যুবলীগ নেতা খন্দকার মানিক মাস্টার, যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।