ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ক্ষমতায় আসবে না: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
বিএনপি ক্ষমতায় আসবে না: শামীম ওসমান কথা বলছেন একেএম শামীম ওসমান। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান বলেছেন, ‘যারা মনে করছেন, আশা দেখছেন এবং মাঠে লোক নামাচ্ছেন কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে না। ষড়যন্ত্র হচ্ছে, কঠিন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে রাজপথে আমার রক্তও থাকতে পারে।

 না হয় আমি মরেই গেলাম। কিন্তু নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হবে। ’

এমপি একেএম শামীম ওসমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে এদেশে যত ষড়যন্ত্র হয়েছে তার চেয়ে বড় ষড়যন্ত্র এখন বিদ্যমান। আমি কমিটির রাজনীতি করি না। আমি রাজনীতি বলতে বুঝি সত্য কথা বলার ও সাহসের। আমি সাংবাদিকতা বলতে বুঝি, সৎ সাংবাদিকতার, সত্য কথা বলার।  যাদের সাহস আছে তাদেরই সাংবাদিকতা করা উচিত। রাজনীতি তাদেরই করা উচিত যারা যেকোনো পরিস্থিতিতে সত্য কথা বলার সৎ সাহস রাখে। ওপরে এক রূপ আর ভেতরে এক রূপ যাদের নেই তাদেরই রাজনীতি করা উচিত। ’

শনিবার (১২ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘রাজনীতি এখন অনেক কঠিন হয়ে গেছে। শুধু আওয়ামীলীগ নয়, যেকোনো দলের ত্যাগী নেতাকর্মী যারা আছেন তারা কেন জানি আজ বেশি অবহেলিত। যাদের অনেকের ঘরে খাবার নেই। তবুও তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নে আপস করেন না। সেই লোকগুলোকে এখন বেশি অবমূল্যায়ন করা হয়। ’

তিনি বলেন, ‘এই নারায়ণগঞ্জে কিছু দিন ধরে যারা দেশে একটি নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর ওপর আঘাত এলে যারা খুশি হয়ে হাততালি দেন, সেসব লোকরা এসে মিটিং করছেন। কোন মুখোশধারীরা তাদের নারায়ণগঞ্জে আনছেন। এসব লোকেরা আমাদের ওয়ার্ড ছাত্রলীগের একজন ডাকলে যত লোক হয় তার চেয়ে কম লোক নিয়ে সরকার, রাষ্ট্র ও নেত্রীর বিরুদ্ধে বিষদ্গার করছেন। তারা আমাদের নেত্রীকে তুলনা করছেন আইয়ুব খানের সঙ্গে। তারা বলছেন, এটা নাকি একটা ব্যর্থ রাষ্ট্র। তাদের কথায় কিছু আসে যায় না। কিন্তু যখন দেখি আমার মত কেউ একজন তাদের মঞ্চে বসে বক্তব্য দিচ্ছেন ও শুনছেন। এরা খুব বিপৎজনক। নারায়ণগঞ্জে খন্দকার মোশতাকের বংশধররা খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের বড় সমস্যা এটি ঢাকার খুব সন্নিকটে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বলেছেন, যেকোনো আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই নারায়ণগঞ্জকে যখন দরকার পড়বে ঠিক তার আগেই স্বাধীনতার সপক্ষের শক্তিতে দুর্বল করার প্রক্রিয়া চলছে। ’

‘যারা নারায়ণগঞ্জকে নিয়ে খেলছেন তাদের বলতে চাই, আমরা কিন্তু ছোটবেলার খেলোয়াড়। আপনাদের সঙ্গে খেলার জন্য আমাদের মায়েরাই যথেষ্ট। যা বলতে এসেছিলাম তা এখানে বলা ঠিক হবে না, বলতে পারবো না। একটা কথাই বলতে চাই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘কেউ যদি মনে করেন আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা যারা আছেন তাদের গায়ে ফুলের টোকা দেবেন সেই আশা ভুলে যান। পাল্টা এত জোরে আঘাত করা হবে এবার তার জবাব দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। দেখছি ও ধৈর্য ধরছি। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। কিন্তু অনেকে মনে করছেন, অনেক কিছু পেয়ে গেছেন, হয়ে গেছেন। অনেক কিছু পাননি, হনও নাই। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নামে চার্জশিট দেওয়া হয় মামলা করেন আওয়ামীলীগের আরেকজন। আমরা দেখছি অপেক্ষা করছি, দেখতে চাচ্ছি। জবাব জনগণকে নিয়ে সামনে দেবো, এর আগেই যারা এসব করছেন তারা সঠিক পথে আসেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।