ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জাপা ঢাকা দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
জাপা ঢাকা দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ মার্চ) দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্য মঞ্চে জাপা ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলীয় চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা।

জাপা কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করবেন দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।