ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে কৃষক দলের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে কৃষক দলের বিক্ষোভ 

ফেনী: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা কৃষক দল।  

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা কৃষক দলের সভাপতি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন- ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, জেলা জাসাসের সদস্য সচিব হাফিজুর রহমান, জেলা কৃষক দলের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন, ফেনী সদর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূঁইয়া, ছাগলনাইয়া উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, সোনাগাজী উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ফেনী পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইউম, ফেনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল, দাগনভূঁইয়া পৌর কৃষক দলের আহ্বায়ক শওকত আলী শাহিন, ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন।

 

আরও উপস্থিত ছিলেন- ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মানিকসহ বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ