ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘কোটা সংরক্ষণ নারীর জন্য অপমান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
‘কোটা সংরক্ষণ নারীর জন্য অপমান’

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসে দেশের নারী সমাজের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

সোমবার (৭ মার্চ) এক অভিনন্দন বার্তায় বিশ্বের সব নারীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতে বিশ্বাসী।  

তিনি বলেন, নারী ও পুরুষের সমতা নিশ্চিত হলে নারীর প্রতি করুণা করতে হবে না। সব ক্ষেত্রে নারীর জন্য কোটা সংরক্ষণ নারীর জন্য অপমান।  

জি এম কাদের বলেন, সমাজের সব স্তরে নারীর মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।