ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার আলী ছাদ্দাম দীপ

বাগেরহাট: বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী ছাদ্দাম দীপকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বাগেরহাট সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি নিয়মিত মামলায় বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী ছাদ্দাম দীপকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য ছাত্রদলের জেলা সভাপতি ইমরান খান সবুজকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।