ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সালথায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
সালথায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন 

ফরিদপুর: ফরিদপুরের সালথায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৫ মার্চ) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সালথা উপজেলা শাখা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল মোল্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম ব্যাপারী।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।

বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এম এম মেহেদী হাসান লিটু, গণযোগাযোগ ও সাংবাদিকতা উপ-সম্পাদক তানভীর আক্তার শিপার, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ রবিন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জানান ফকির মিয়া, উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।