ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ.লীগ নেতার মৃত্যু ইউনুস আলী

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলীর (৫০) মৃত্যু হয়েছে।  

শনিবার (৫ মার্চ) বিকেলে বড়ভিটা ইউনিয়নের মেলাবর মৌলভীপাড়া এলাকাস্থ নিজ লেবু বাগানে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।  

কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে নিজের লেবু বাগানে যান ইউনুস আলী। বাগানের মধ্যস্থানে একটি বৈদ্যুতিক পোল ছিল। পোল থেকে যাওয়া বিদ্যুসংযোগের তার পড়ে ছিল মাটিতে। এই তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।