ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মিছিলে হামলার জন্য দোষীদের একদিন বিচার হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
মিছিলে হামলার জন্য দোষীদের একদিন বিচার হবে

ঢাকা: গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশের হামলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাস্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

শনিবার (০৫ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, পুলিশের হামলার জন্য একদিন দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনারা হয়তো ভাবছেন এটা কি করে হয়। রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে কি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে? আপনাদের জানাই, মিশরে হয়েছে, তিউনিসিয়ায় হয়েছে, আরও অনেক দেশে হয়েছে। রাষ্ট্র প্রধান ক্ষমতাচ্যুত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। সাধারণ মানুষের বিরুদ্ধে যে ধরনের কাজ তারা করেছে, হত্যা ও আক্রমণ। এজন্য তাদের দায়ী করা যায়।

সংবাদ সম্মেলনে মাত্র তিনটা টেলিভিশনের প্রতিনিধি উপস্থিত হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে রেজা কিবরিয়া বলেন, কতগুলো মিডিয়া আছে, তারমধ্যে মাত্র তিনজন এসেছেন। আপনারা আস্তে আস্তে ই-রিলেভেন্ট হয়ে যাবেন।

তিনি বলেন, মানুষের সাহসের ওপরে সবকিছু নির্ভর করে। আমরা যদি ভীত হই, তাহলে আমরা সত্যিকারের স্বাধীনতা পাবো না। আমরা এখন বাইরের দিকে তাকিয়ে আছি, বাইরের লোক এসে আমাদের স্বাধীনতা দেবে। আপনারা যদি মনে রাখেন, ৭১ সালেও একই অবস্থা ছিল।

রেজা কিবরিয়া বলেন, আমাকে একজন বলেছেন, বাইরের সাহায্য আমরা কখনও চাইনি। আমি মনে করি ৭১এর ইতিহাস সে পড়েনি। বাইরের তারা সাহায্য করবে, কিন্তু সব দেশ করবে না। আপনারা পশ্চিমাদের দিকে তাকিয়ে আছেন। সবগুলো কিন্তু শক্ত অবস্থান নিচ্ছে না। কিছু সংখ্যক দেশ বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্যে এ সরকারকে সমর্থন করেছে। সেজন্যে এ সরকার টিকে আছে। আর আমরা রাস্তায় নামলে কি হয় সেটা আপনারা দেখছেন। নিরস্ত্র ছেলেদের ওপরে তারা কীভাবে আক্রমণ করেছে। তারা আমাদের দলকে ভয় পায়। ভয় পাওয়া উচিত। কারণ আমরা মুক্তি চাই। আমরা একদিন দেশকে স্বাধীন করবো, মুক্ত করবো। এটা এরা বুঝে গেছে। কিন্তু এখনও তাদের মধ্যে আমাদের ওপরে যে রাগ, তারা রাস্তায় মিটিয়ে নিয়েছে। এটার জন্য আমরা প্রতিবাদ করবো এবং আমরা যেকোনো বাধা অতিক্রম করে জনগণের দাবি এ সরকারের সামনে, দেশের সামনে তুলে ধরবো।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেড়েছে, এটার প্রতিবাদে যে আক্রমণ হবে, আমি আমার তিনটা বন্ধুর সঙ্গে আলাপ করলাম। একজন পাকিস্তানি, একজন শ্রীলংকার একজন ভারতের। তারা বললো, ‘আমাদের দেশে এ ধরনের আক্রমণতো হতে পারে না। একটা নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলের ওপরে আমাদের পুলিশ আক্রমণের সাহসই করবে না। ’

ড. রেজা বলেন, তফাততো আছে, তাদের হলো গণতান্ত্রিক সরকার। এটা হলো স্বৈরাচারী, তাদের মানুষ ফ্যাসিস্ট বলে। তফাৎটা সেখানে। আর নিত্যপণ্যের দাম যে বেড়েছে, জনগণের কষ্ট হচ্ছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা দায়ী করবো, শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকে। এদের সবার বিচার হবে। ওপরে থেকে নিচে সবার বিচার আমরা বাংলার মাটিতে করবো। নিশ্চিন্ত থাকেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।