ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

ঢাকা: খুলনা জেলা বিএনপির ৬৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন- আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মো. রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, শামিম কবির, আশরাফুল আলম খান নান্নু, সামসুল আলম পিন্টু, মেজবাউল আলম এনামুল হক সজল, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, সদস্য মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, ডা. গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, মোমরেজুল ইসলাম, ডা. আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদ ইমরান, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অসীত কুমার সাহা, সাকিল আহম্মেদ দিলু, অ্যাডভোকেট এ কে এম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আসগর আলী, মোল্লা এনামুল কবির, ওহিদুজ্জামান রানা, হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ, জি এম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুর সাকির পিন্টু, ইকবাল শরীফ অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুর, আরিফুর রহমান আরিফ, খন্দকার ফারুক হোসেন, সেলিম সর্দার, রবিউল হোসেন, সরওয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, মল্লিক আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার টিটু ভূঞা, হাবিবুর রহমান রিটু, শেখ আবুল বাশার নুরুল আমিন বাবুল, শাহাদাত হোসেন ডাবলু, গাজী আব্দুল হালিম, দিদারুল হোসেন দিদার হেলাল উদ্দিন হেলাল, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারি পান্না, মাহমুদ জাহিদ আল কাদির।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।