ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ২, ২০২২
পিরোজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশত

পিরোজপুর: পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।  

বিএনপির দাবি, পৃথক পৃথক হামলায় তাদের অন্তত অর্ধশত  নেতাকর্মী আহত হয়েছেন।

 

বুধবার (০২ মার্চ) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে  অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে গিয়ে হামলায় তারা আহত হন বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দাবি করেছেন।  

তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিকেলে জেলা বিএনপি   সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন সরকার দলীয় নেতাকর্মীরা। তাদের সঙ্গে ছিল পুলিশ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম জানান, বিকেলে সমাবেশে যোগ দিতে আসার পথে শহরের কালিবাড়ী এলাকায় বসে সরকার দলের নেতাকর্মীরা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৩০-৩৫ নেতাকর্মী আহত হন।  

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন কুমার জানান, শহরের পৃথক পৃথক হামলায় ছাত্রদলের কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কালিবাড়ি এলাকায় ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুহিত হোসেন ফকিরের পা ভেঙে গেছে। পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি হাওলাদার, জুয়েল গাজী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল খান, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজান তালুকদার, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল খানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।  

জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তারেক আব্দুল্লাহ বাপ্পী জানান, বিকেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন কুমারের নেতৃত্বে আসা একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনের সড়কের কাছে পৌঁছালে পুলিশ তাতে অতর্কিত হামলা চালায়। এসময় নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন, উপজেলা ছাত্রদলের  সাবেক আহ্বায়ক মো. মাজেদুল কবির রাসেল ও উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জোবায়ের হোসেন মোল্লাকে পুলিশ পিটিয়ে আহত করে।  

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান বলেন, কোনো হামলার ঘটনা আমার জানা নাই। এ ব্যাপারে  কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।  

জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের জেলা সভাপতি গাজী মো. নুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।  

এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাঈদুর রহমান কিসমত, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন দুলাল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।