ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে: মিন্টু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ২, ২০২২
ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে: মিন্টু সমাবেশে বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টুসহ অন্যরা।

বরিশাল: আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে সুষ্ঠ কোন নির্বাচন হবে না। তাদের ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু।

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ রেন মিন্টু।  

বুধবার (২ মার্চ) সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।  

এতে অংশ নিতে জেলার দশ উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।  

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।  

এসময় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করে অভিযোগ করেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা চুরি করতে করতে আজ দেশের সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।  

সাধারণ মানুষ নির্যাতনের শিকার বলেও দাবি করেন এই বিএনপি নেতা। তিনি দলীয় নেতাকর্মীদের সব অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি ভুলে সরকার বিরোধী আন্দোলনে তারেক রহমানের ডাকে একাট্টা হওয়ার আহ্বান জানান।  

বাংলা‌দেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।