ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘নিত্যপণ্য কম দামে দেবে বলে ধোঁকা দিয়েছে সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২, ২০২২
‘নিত্যপণ্য কম দামে দেবে বলে ধোঁকা দিয়েছে সরকার’ বিএনপির বিক্ষোভ সমাবেশ

নওগাঁ: দেশে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সমুদ্রগামী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি।

বুধবার (২ মার্চ) দুপুরের শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করে দলটি।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ হোসেন।

তিনি বলেন, বর্তমান সরকার চাল, ডালসহ নিত্যপণ্য কমদামে খাওয়ানোর কথা বলে জনগনকে ধোঁকা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে বর্ধিত দাম কমিয়ে বাজারে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান এই নেতা।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
জেডএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।