ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জাপা সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
জাপা সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত 

ঢাকা: মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টি (জাপা) সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জাপার চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে এবং সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমানের অনুরোধে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার ফলে সাংগঠনিক অচলাবস্থা সৃষ্টি হওয়ায় উক্ত দুটি কমিটি বিলুপ্ত করেছেন। যাহা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।