ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সড়কেই হচ্ছে ময়মনসিংহ বিএনপির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
সড়কেই হচ্ছে ময়মনসিংহ বিএনপির সমাবেশ

ময়মনসিংহ: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর বিএনপির সমাবেশ অবশেষে সড়কেই শুরু হয়েছে।  

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।

 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়েছে।  

এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।  

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম।  

এছাড়াও বক্তব্য রাখবেন কেন্দ্রীয়, মহানগর ও জেলা বিএনপির নেতারা।  

সমাবেশ যৌথ ভাবে সঞ্চালনা করছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।