ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনপিপি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনপিপি

ঢাকা: ২০ দলীয় জোট শরিক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। অতীতের দু’টি নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে।

 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন নির্বাচন কমিশন গঠনের পর এক বিবৃতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

ড. ফরহাদ বলেন, এনপিপি ও ২০ দলীয় জোটের দাবি নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। গত দু’টি নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে। তাই নতুন নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

তিনি বলেন, সার্চ কমিটি ছিল সরকারের অনুগত। তাদের প্রস্তাবিত তালিকা থেকে গঠিত নির্বাচন কমিশনও হবে বর্তমান আওয়ামী সরকারের অনুগত। এরা সরকারের ইচ্ছা অনুযায়ীই কাজ করবে—এটাই স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।