ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্হ্য পরীক্ষা শেষে ভারত থেকে দেশে ফিরেছেন৷ 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নয়াদিল্লি থেকে ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি৷

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের বাংলানিউজকে এ কথা জানান।

ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি, সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে দিল্লি যান।


                                                               
বাংলাদেশ সময় ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।