ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউক্রেনে সামরিক আগ্রাসনের নিন্দা গণসংহতির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
ইউক্রেনে সামরিক আগ্রাসনের নিন্দা গণসংহতির

ঢাকা: ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। জাতিসংঘের নেতৃত্বে শান্তিপূর্ণ পথে ইউক্রেন সংকট সমাধানের তাগিদ দেন দলটির শীর্ষ নেতারা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের নিন্দা জানান।

তারা বলেন, এটা ইউক্রেনের স্বার্বভৌমত্বের বিরোধী। ইতোমধ্যেই এ আগ্রাসনের ফলে বহু প্রাণহানি ঘটেছে। ইউক্রেন, রাশিয়া ও সমস্ত পৃথিবীর জনগণের স্বার্থে অবিলম্বে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন।

অবিলম্বে জাতিসংঘকে শান্তিপ্রক্রিয়া শুরু করে এ বিষয়ে নেতৃত্বমূলক পদক্ষেপ নিতের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধে জড়িয়ে পড়লে পুরো পৃথিবীর মানুষের জন্যই তা এক বিরাট বিপর্যয় ডেকে আনবে।

নেতৃবৃন্দ বলেন, এ যুদ্ধ পরিস্থিতির কারণে সারা দুনিয়ার অর্থনীতি এক টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে এর মূল্য অস্থিতিশীল হবে, যার প্রত্যক্ষ প্রভাব বাংলাদেশেও পড়বে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।