ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘ষড়যন্ত্র মোকাবিলায় শক্তিশালী তৃণমূলের বিকল্প নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
‘ষড়যন্ত্র মোকাবিলায় শক্তিশালী তৃণমূলের বিকল্প নেই’ আ ফ ম বাহাউদ্দিন নাছিম -ফাইল ছবি

ঢাকা: তৃণমূলকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। কুচক্রী মহলে ষড়যন্ত্র মোকাবিলায় দলের তৃণমূলকে শক্তিশালীর করার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন ৷

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের তৃণমূলে নেতা-কর্মীর অভাব নেই।

আজকে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের মোকাবিলায় তৃণমূলকে প্রকৃতঅর্থে শক্তিশালী করার বিকল্প নেই।
শুক্রবার(২৫ ফেব্রুয়ারি) বিকেলে মাতুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৫নং ওয়ার্ডের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান বক্তা ছিলেন ঢাকা সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি কাজী মনিরুল ইসলাম মনু ।

সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি সবসময় চায় দেশের গণতন্ত্র বিপন্ন হোক। এজন্য মির্জা ফখরুল ইসলাম সবসময় হতাশা ছড়িয়ে বেড়ান। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক তারা চায় না। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্তর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিসবাহুর রহমান ভূইয়া রতন, শরফুউদ্দীন আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ.এম শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।