ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির ২ সপ্তাহের কর্মসূচি  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির ২ সপ্তাহের কর্মসূচি   মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: দ্রব্যমূল্য কমানোর ও সারাদেশের উপজেলা পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয়ের দাবিতে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)  বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন,  দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার দাবিতে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে।

এরপর পর্যায়ক্রমে ২৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ। ২ মার্চ জেলা শহরে, ৫ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।  

এছাড়া  ৬ মার্চ ছাত্র দল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল, ১০ মার্চ কৃষক দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে।   

১২ মার্চ সারাদেশে হাটসভা ও লিফলেট বিতরণ করবে বিএনপি।  

এরপর আগামী ১৪ মার্চ মহিলা দল ও ১৫ মার্চ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে।  

মির্জা ফখরুল বলেন,  এই সরকার সর্বক্ষেত্রে চরম দুর্নীতি করছে। যার প্রভাব বাজারে পড়ছে। এর প্রতিবাদে আমরা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,  বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এমএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।