ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকারের অনুগত হওয়ায় নাম প্রকাশ করছে না সার্চ কমিটি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
‘সরকারের অনুগত হওয়ায় নাম প্রকাশ করছে না সার্চ কমিটি’

ঢাকা: সরকারের অনুগত হওয়ার কারণে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত ১০ জনের নাম প্রকাশ করছে না বলে দাবি করেছেন ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

 মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এনপিপি ও ২০ দল মনে করে, সার্চ কমিটির সদস্যরা সরকারের চরম অনুগত। সে কারণে তারা রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত ১০ জনের নাম প্রকাশ করছে না। কারণ, সরকার চায় না তাদের নাম প্রকাশিত হোক। সে কারণে এই সার্চ কমিটিকে দেশের জনগণ গ্রহণ করছে না।

তিনি আরও বলেন, এই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে সেটাও হবে সরকারের অনুগত। সেই কমিশনও অতীতের ন্যায় সরকারের ইচ্ছানুযায়ীই পাতানো নির্বাচন করবে। এই কমিশনের কাছ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যাবে না। অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয়-নিরপেক্ষ সরকার। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার পর তাদের দ্বারাই স্বাধীন ইসি গঠন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।