ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দুঃশাসনের অবসানে গণআন্দোলন পথ দেখাবে দ্বাদশ কংগ্রেস: সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
দুঃশাসনের অবসানে গণআন্দোলন পথ দেখাবে দ্বাদশ কংগ্রেস: সেলিম কথা বলছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভোটাধিকার আদায় ও দুঃশাসনের অবসানে গণ আন্দোলন পথ দেখাবে দ্বাদশ কংগ্রেস বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবির আসন্ন দ্বাদশ কংগ্রেস প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আসন্ন দ্বাদশ কংগ্রেসে গভীর সংকটে নিমজ্জিত দেশ রক্ষায় উপযুক্ত ও আদর্শনিষ্ঠ নীতি এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে। লুটেরা ধনবাদী ধারায় বাজার অর্থনীতিতে দেশ চলছে। শাসকশ্রেণি একচেটিয়া লুটপাট অব্যাহত রাখতে জোর করে ক্ষমতায় থাকার পথ অবলম্বন করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। সাম্রাজ্যবাদী বহুজাতিক অবাধ লুটপাটের ক্ষেত্রে পরিণত হয়েছে প্রিয় মাতৃভূমি। এমন প্রেক্ষাপটে আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি ২০২২, ঢাকায় সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘সিপিবির কংগ্রেসে কেবলমাত্র নেতৃত্বই নির্বাচন হয় না, পার্টির নীতি ও রাজনৈতিক কৌশলও নির্ধারণ করা হয়। সিপিবির আসন্ন কংগ্রেস ভোটাধিকার পুনরুদ্ধার, দুঃশাসনের অবসান এবং জনজীবনের সংকট নিরসনে গণআন্দোলনের মধ্য দিয়ে লুটেরা পুঁজিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তনে দিশা দেখাবে। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান লক্ষ্মী চক্রবর্তী, আহ্বায়ক আবদুল্লাহ ক্বাফি রতন, সভাপতিমন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক প্রমুখ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল্লাহ ক্বাফি রতন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ এই স্লোগান ধারণ করে সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন’ এবং আওয়ামীলীগ, বিএনপি কেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার কাঙ্ক্ষিত প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যাওয়ার আহ্বান নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হবে। ’

কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে সর্বমোট ২২৯ জন ভোটার কমরেডদের সংবর্ধনা দেওয়া হবে।  ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সারা দেশ থেকে আগত প্রতিনিধি পর্যবেক্ষকদের নিয়ে কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী সমাবেশের পর বিকেল ৩টায় সাংগঠনিক অধিবেশন শুরু হবে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।