ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতার ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতার ওপর হামলা হামলার শিকার জোবায়ের হোসেন হিটলার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ওপর হামলা হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জোবায়ের হোসেন হিটলার।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামালপুর-বকশীগঞ্জ সড়কের গামারিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় জানান, বকশীগঞ্জ নতুন বাজার এলাকা থেকে কামালপুরে নিজ বাড়িতে ফেরার পথে গামারিয়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন হিটলার। এ সময় তার ডান চোখের নিচে মারাত্মকভাবে কেটে যায়। হামলার পর তার কাছে থাকা নগদ ৮৬ হাজার টাকাও ছিনিয়ে নেন হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হত্যার উদ্দেশ্য নিয়ে এই হামলার ঘটনা ঘটানো ঘটেছে বলে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, হামলাকারীদের মধ্যে আল আমিন, সম্পদ ও মান্নানকে চিহ্নিত করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।