ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন ওবায়দুল কাদের

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি-৪০৯৭ ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের।

দিল্লি বিমান বন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টা ১৯ মিনিটে দিল্লি পৌঁছান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তার সফর সঙ্গী হিসেবে আছেন।
 
নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন।

রওনা হওয়ার আগে ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, ফলোআপ চিকিৎসার জন্য ছয় মাস আগেই তার সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন ছিল। মহামারির কারণে সেখানে যেতে পারছেন না। তাই বিকল্প হিসেবে দিল্লি যাচ্ছেন।

ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। তখন তার একটি ব্লক অপসারণ করেন ঢাকার চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সেখানে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন কাদের।

পরে করোনা মহামারির কারণে ফলোআপ চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরের সিঙ্গাপুরে যাওয়া অনিয়মিত হয়ে পড়ে। এর মধ্যে গত বছরের ১৪ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে ১২ দিন চিকিৎসা নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন...
** স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।