ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘আমার রাশি তারেকের বিপরীত’

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
‘আমার রাশি তারেকের বিপরীত’ ফাইল ফটো

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এ বিষয়ে দল থেকে কিছুই জানানো হয়নি।

 

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান আখতারুজ্জামান রঞ্জন।  

বিএনপির সাবেক এই নেতা বলেন, ‘বেলা ১২টার দিকে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমাকে ফোন করে বললেন, আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে শুনলাম। আমি তাকে বললাম, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি। পত্রিকা পড়ার সুযোগ হয়নি’।

আখতারুজ্জামান বলেন, ‘খবরটা শুনে শুরুতে আমার হাসি পেল। পরে ভেবে ভালোই লাগল যে, এখনো বিএনপিতে আমার গুরুত্ব ছিল! তবে কষ্টও পেলাম। কেন কষ্ট পেলাম তা আর না বলি’।  

তিনি আরও বলেন, ‘আমি দেশমাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সঙ্গে তারেক রহমানের সফলতা কামনা করি। আমি অনেক দিন থেকেই জানি তারেক রহমানের সঙ্গে আমার রাশি বিপরীতমুখী’।

সাবেক সংসদ সদস্য বলেন, ‘তারেক রহমান কখনই আমার মতো করে ভাবেন না। আমি পরাজিত হলে দারুণভাবে খুশি হবো। কারণ তাতে সম্ভবত তারেক রহমানেরই জয় হবে। আমি এখন আমার মতো ভাবব, লিখব এবং বলব’।  

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলার পরিপন্থি কাজে জড়িত থাকায় বিএনপির গঠনতন্ত্রের ৫-এর (গ) ধারা মোতাবেক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আখতারুজ্জামান রঞ্জনকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে তিনি হেরে যান।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।