ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গ্রেফতার বিএনপি নেতাদের বাসায় আব্দুস সালাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
গ্রেফতার বিএনপি নেতাদের বাসায় আব্দুস সালাম কথা বলছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের বাসায় খোঁজ-খবর নিতে গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটায় তিনি শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বাসায় যান।

এ সময় তিনি গ্রেফতারকৃতদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের সমবেদনা জানান।

এ সময় তিনি পরিবারে সব সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ন আহ্বায়ক তানভির আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, কদমতলী থানা বিএনপির সভাপতি কাউন্সিলর মীর হোসেন মিরু, শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েলসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমএইচ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।