ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘পেছনে ফিরে তাকানোর সময় নেই আ.লীগ সরকারের’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
‘পেছনে ফিরে তাকানোর সময় নেই আ.লীগ সরকারের’ 

ফরিদপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান বলেন, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি আইন তৈরি করতে দাবি করেছিল, আওয়ামী লীগ সরকার তা করেছে। এখন তারা বলে- ওই আইন মানি না! তারা এখন কী করবেন? তা তারা নিজেরাই জানেন না।

 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এ কথা  বলেন।

মো. আব্দুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ যখন এগিয়ে চলেছে, তখন একটি কুচক্রিমহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারের আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। তিনি আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর পরিচালনায় মধুখালীর কামালদিয়া বাজার সংলগ্ন বর্ধিত সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ফরিদপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিঞা প্রমুখ।

সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগসহ প্রায় ৬ শতাধিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।