ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল উত্তর জেলা বিএনপির কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বরিশাল উত্তর জেলা বিএনপির কমিটি অনুমোদন

ঢাকা: বরিশাল উত্তর জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৫৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহকে এবং সদস্য সচিব হয়েছেন মিজানুর রহমান মুকুল।

অন্য সদস্যরা হলেন- আব্দুস সাত্তার খান, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, আ ফ ম রশীদ দুলাল, অধ্যাপক শরীয়ত উল্লাহ, মেজবাহ উদ্দিন অপু চৌধুরী, আবুল হোসেন মিয়া, এস এম মনিরুজ্জামান মনির, আবুল হোসেন লাল্টু, আব্দুল গাফফার তালুকদার, কবির হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, মো. মঞ্জুর হোসেন মিলন, গিয়াস উদ্দিন দিপেন, রফিকুল ইসলাম কাজল, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, জাহাঙ্গীর কবিরাজ, জিয়া উদ্দিন সুজন, বদিউজ্জামান মিন্টু, তাইফুর রহমান কচি চেয়ারম্যান, শরীফ জহির সাজ্জাদ হান্নান, ওয়াহিদ হারুন, শিহাব আহমেদ সেলিম, সৈয়দ সরোয়ার আলম, কাজী কামাল উদ্দিন,,সঞ্জয় কুমার গুপ্ত, জহুরুল ইসলাম জহির, অধ্যাপক আল মামুন, মো. জাকির হোসেন, তরিকুল ইসলাম দিপু, কবির উদ্দিন আফসারী, রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, রফিকুল ইসলাম শাহীন, আব্দুস সালাম খন্দকার, মো. মনিরুজ্জামান ভিপি স্বপন, শাহ মো. বখতিয়ার, দুলাল রায়, আসাদুজ্জামান মুক্তা, হাফিজ সিকদার, শফিকুর রহমান স্বপন, হেলাল উদ্দিন, দেওয়ান মো. মনির হোসেন, মো. সোলায়মান মোল্লা, মো. সরোয়ার হোসেন মিয়া, ইউনুস আলী রবি, আকবর চৌধুরী, বশির আহমেদ পান্না, আলী আহমেদ হাওলাদার, মোজাম্মেল হক হিমু, তানভীর আহমেদ, তাসলিমা বেগম, হোসনে আরা বেবী (সাবেক কমিশনার), শাহানুর বেগম, কামরুল ইসলাম কাজল (কমিশনার), বাহাদুরা সানজিদা বেগম।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এমএইচ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।