ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

অ্যারেস্ট হলেও যেকোনো মূল্যে বিএনপির সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
অ্যারেস্ট হলেও যেকোনো মূল্যে বিএনপির সম্মেলন  ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ বলেছেন, আপনারা চেষ্টা করবেন প্রশাসনকে ম্যানেজ করে হোক, আওয়ামী লীগের ভাইদের ম্যানেজ করে হোক সম্মেলনটা করতে। যদি পুলিশ মঞ্চ ভেঙে দেয়, দেবে।

যদি কয়েকজন অ্যারেস্ট হয়, হয়ে যাক। ব্যানার নিলে নিক। কিন্তু সম্মেলনের আয়োজন করতে হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনে এক সভায় একথা বলেন তিনি। বৈঠক শুরুর আগে মামুন মাহমুদের হাতে কয়েকটি কমিটির খসড়া তালিকা তুলে দেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই রাজু।

মামুন বলেন, আপনারা যেসব ওয়ার্ড লিস্ট করেছেন তাদের ধন্যবাদ। যারা এখনও করেননি তারা তিনদিনের মধ্যে করে জমা দিয়ে দেবেন।  
তিনি আরও বলেন, দলের মধ্যে যদি সম্মেলনকে ঘিরে কোনো গ্রুপ ষড়যন্ত্র করে সেটাকেও আপনারা চিহ্নিত করে মোকাবিলা করবেন। পিছিয়ে থাকার কোনো কারণ নেই। সামনে নির্বাচন, আমাদের নির্বাচন করতে হবে। খালেদা জিয়াকে আমাদের এই আসন উপহার দিতে হবে।  

এ সময় আরও বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই রাজু।  


বাংলাদেশ সময় ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।