ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদকের আত্মহত্যা রোকুনুজ্জামান সুমন

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান সুমন আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরা শহরতলীর গদাইবিলে নিজের ঘের সংলগ্ন বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

রোকুনুজ্জামান সুমন সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়ার ইসহাক সরদারের ছেলে। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য মেলেনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাতক্ষীরা পৌর কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল জানান, রোকুনুজ্জামান সুমন ছাত্রসমাজের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

পারিবারিক সূত্র জানায়, বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রোকুনুজ্জামান সুমনের মরদেহ দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।