ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

স্বৈরাচার প্রতিরোধ দিবসে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
স্বৈরাচার প্রতিরোধ দিবসে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা আমানউল্লাহ আমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা

ঢাকা: 'স্বৈরাচার প্রতিরোধ' দিবস উপলক্ষে শিক্ষা অধিকার চত্বরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। সোমবার (১৪ফেব্রুয়ারি) হাইকোর্ট গেট সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, ৯০-এর ছাত্র আন্দোলনের নেতা জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।

'স্বৈরাচার প্রতিরোধ' দিবসে ছাত্রদল নেতাদের শ্রদ্ধা নিবেদন

এদিকে স্বৈরাচার প্রতিরোধ দিবসে একই স্থানে আলাদাভাবে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে এ সময়  সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি মামুন খান, মাজেদুল ইসলাম রুমন, মাহমুদুল হাসান বাপ্পী, মোক্তাদির হোসেন তরু, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক মইন উদ্দিন রাজু, তানজিল হাসান, মাহমুদ সর্দার, নিজাম উদ্দিন রিপন, করিম প্রধান রনি, সহ-সাধারণ সম্পাদক কে এম সাখাওয়াত হোসেন, আক্তার হোসেন, জামিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।