ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির ৩১ ওয়ার্ড ও ৩ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
খুলনায় বিএনপির ৩১ ওয়ার্ড ও ৩ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনা: খুলনা মহানগরের অর্ন্তগত ৩১টি ওয়ার্ড এবং তিনটি ইউনিয়ন (আড়ংঘাটা, যোগীপোল ও আটরা গিলাতলা) বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংগঠনে গতিশীলতা আনতে স্বল্পতম সময়ের মধ্যে তৃণমূলের ত্যাগী পরিক্ষীত ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালনকারী আত্মত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বিএনপি গঠনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি রোববার (১৩ ফেব্রুয়ারি) সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তে স্বাক্ষরকারীরা হলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।