ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জাপা মহানগর উত্তরের মতবিনিময় সভা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জাপা মহানগর উত্তরের মতবিনিময় সভা স্থগিত

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর উত্তরের পূর্ব নির্ধারিত মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

জানা গেছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মশিউর রহমান রাঙ্গার সহধর্মিণী জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান রাকিবা নাসরিন রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে মৃত্যুর করেন। এ কারণে সোমবারের মতবিনিময় সভা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম পাঠান ।

পরবর্তীতে মতবিনিময় সভার তারিখ সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।