ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা নাছেরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
বিএনপি নেতা নাছেরের বহিষ্কারাদেশ প্রত্যাহার আবু নাছের

ঢাকা: নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছেরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবু নাছেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এমএইচ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।